বুধবার, ৩রা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ওয়ানডে বিশ্বকাপ

বাংলাদেশের ম্যাচ হবে ৬ ভেন্যুতে

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫০ অপরাহ্ন, ২৭শে জুন ২০২৩

#

চলতি বছরের শেষদিকে ভারতে বসবে ওয়ানডে বিশ্বকাপ। বিশ্ব আসরে অংশ নেবে ১০ দল। ওয়ানডে সুপার লিগের পয়েন্টের ভিত্তিতে ইতোমধ্যে ৮ দল জায়গা করে নিয়েছে মেগা ইভেন্টে। সেই আট দলের মধ্যে আছে বাংলাদেশও। বাকি দুই দল আসবে বাছাইপর্ব খেলে।

৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের ২০২৩ সালের বিশ্বকাপ। ধর্মশালা ছাড়াও চেন্নাই, পুনে, মুম্বাই, কলকাতা ও দিল্লি—ভারতে এ ছয়টি ভেন্যুতে গ্রুপপর্বের ৯টি ম্যাচ খেলবে বাংলাদেশ। আজ ২০২৩ বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। 

ধর্মশালায় আফগানিস্তানের পর বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষেও খেলবে বাংলাদেশ। এ ছাড়া পুনে ও কলকাতাতেও আছে দুটি করে ম্যাচ। পুনেতে ১৯ অক্টোবর স্বাগতিক ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ, এরপর ১২ নভেম্বর গ্রুপপর্বে তাদের শেষ ম্যাচে এ মাঠেই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। 

২০২৩ বিশ্বকাপে বাংলাদেশের সূচি


কলকাতায় বাংলাদেশের প্রথম ম্যাচ ২৮ অক্টোবর। সেখানে প্রতিপক্ষ জিম্বাবুয়েতে এখন হওয়া বিশ্বকাপ বাছাইপর্বের চ্যাম্পিয়ন দল। কলকাতায় বাংলাদেশ খেলবে পাকিস্তানের বিপক্ষেও। 

বাছাইপর্ব পেরিয়ে আসা আরেকটি দলের সঙ্গে বাংলাদেশ খেলবে দিল্লিতে। এ ছাড়া চেন্নাই, মুম্বাইয়েও একটি করে ম্যাচ আছে বাংলাদেশের। তিনে থেকে বিশ্বকাপ সুপার লিগ শেষ করা বাংলাদেশ ভারত বিশ্বকাপে খেলছে সরাসরি।

আরো পড়ুন: অতিরিক্ত আত্মবিশ্বাসী না হওয়ার পরামর্শ জামালের

১০ দলের এ টুর্নামেন্ট হবে ১০টি ভেন্যুতে। ৫ অক্টোবর আহমেদাবাদে গতবারের ফাইনাল খেলা দুই দল ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপ। টুর্নামেন্ট চলবে ৪৬ দিন। ১৫ নভেম্বর মুম্বাই ও ১৬ নভেম্বর কলকাতায় হবে দুটি সেমিফাইনাল। ১৯ নভেম্বর আহমেদাবাদে হবে ফাইনাল।

টুর্নামেন্ট শুরুর আগে হায়দরাবাদ, থিরুভানান্থাপুরাম ও গুয়াহাটিতে হবে প্রস্তুতি ম্যাচ। যেগুলো হবে ২৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবরের মধ্যে।

এম/


Important Urgent

খবরটি শেয়ার করুন